স্বচ্ছতা, জবাবদীহিতা এবং স্থানীয় সরকার বিভাগের বাজেট বাস্তবায়নে পৌরবাসীর উন্নত নাগরিক সেবা প্রদানের জন্য বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে লক্ষ্যে বাস্তবসম্মত একটি বাজেট পৌরবাসীর জন্য প্রণয়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরের গাইবান্ধা পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র মোঃ মতলুবর রহমানের সভাপতিত্বে গাইবান্ধা পৌরসভার ২০২১-২০২২ অর্থ বৎসরের এক সাধারণ সভা (বাজেট) অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পৌরসভার ইতিহাসে এটি ৯৮ তম বাজেট।
সভায় পৌরসভার প্যানেল মেয়র,সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কাউন্সিলরগণ বাজেট আলোচনা সভায় অংশ নেন। এতে বক্তব্য রাখেন পৌরভার কাউন্সিলর মোছাঃ মাহাফুজা খাঁন, মোছাঃ বেগম মমতা সরকার, সাবিনা বেগম, মোঃ শেখ শাহীন, আবু জাফর মোঃ মহিউদ্দিন, মোঃ কামাল হোসেন, মোঃ রকিবুল হাসান, মোঃ আব্দুল সামাদ রোকন, শহীদ আহম্মেদ, মোহাম্মদ আবুবকর সিদ্দিক, শেখ সর্দার আসাদুজ্জামান ও মোঃ কাজী হুমায়ুন কবির স্বপন প্রমুখ। বাজেট উপস্থাপন করেন হিসাব রক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন সচিব (অঃ দাঃ) মোঃ রেজাউল হকসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীগণ।
বাজেট প্রতিক্রিয়ায় পৌর মেয়র মতলুবর রহমান বলেন,“বাজেটে বিদ্যুৎ বিল, ভূমি উন্নয়ন করসহ সকল বকেয়া পরিশোধে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া দারিদ্রহ্রাসকরণ কর্মপরিকল্পনা, নারীর ক্ষমতায়ন, মুক্তিযুদ্ধের ভাস্কর ও তোরণ নির্মাণ, মুজিববর্ষ উদযাপন, পাঠাগার ও বইপুস্তক ক্রয়, যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধূলা ও সংস্কৃতি, আলোকিত শহর এবং পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপন গড়তে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বরোপ করা হয়েছে। পৌরবাসীর বিশুদ্ধ পানীয় জলের অভাব মোচনের জন্য নলকূপ স্থাপন ও পুনঃস্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে।”
এছাড়া তিনি আরও যোগ করেন,“স্বাস্থ্য সুরক্ষায় নভেল করোনাভাইরাস মোকাবেলায় সরকারী বরাদ্দ ছাড়াও পৌরসভার নিজস্ব অর্থায়নে হোম কোয়ারেন্টাইনে থাকাসহ বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
এর আগে পৌর পরিষদের সভায় উস্থাপিত বাজেট টি অনুমোদন করা হয়। পরে ২০২১-২০২২ অর্থ বৎসরে জন্য প্রস্তাবিত মোট- ৯৯ কোটি ৩২ লক্ষ টাকার বাজেট তাঁর সময়ের (মোঃ মতলুবর রহমান) এর প্রথম বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মোঃ মতলুবর রহমান। এ সময় পৌর পরিষদ ছাড়াও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০২১-২০২২ অর্থবৎসরের বাজেটের মোট আয়, ৯৯ কোটি ৩২ লক্ষ টাকা। মোট ব্যয় ৯৯ কোটি ২৬ লক্ষ ৪০হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত ৫ লক্ষ ৬০ হাজার ধরা হয়েছে।