প্রধান নির্বাহী কর্মকর্তা

message
গাইবান্ধা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা  জনাব মো: এরশাদ উদ্দিন  বিপিএএ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি বিসিএস (প্রশাসন)  ক্যাডারের ৩৩ ব্যাচের একজন কর্মকর্তা।তিনি সরকারের মাঠ প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কয়েকটি জেলায় দায়িত্ব পালন করেছেন।এখানে যোগদানের পূর্বে  তিনি  সিনিয়র সহকারী সচিব হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তিনি তার উদ্ভাবনী কাজের স্বীকৃতি স্বরুপ ২০১৮ সালে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুজন সন্তানের জনক।

তিনি ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে গাইবান্ধা পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।