Mayor Message | Gaibandha Pourosova

মেয়র

Mayor
গাইবান্ধা পৌরসভার চতুর্থ মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মতলুবর রহমান। প্রথমবারের মতো মেয়র পদে প্রতিদ্বন্দিতা করে নির্বাচিত হন মতলুবর রহমান। মতলুবর রহমান ২০১৬ সালে গাইবান্ধা পৌরসভার ৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে পৌরসভার প্যানেল মেয়র হন।
মতলুবর রহমান পেশায় একজন ব্যবসায়ী। তিনি দুই যুগেরও বেশী সময় ধরে ঠিকাদারী পেশার সাথে জড়িত। ১৯৭২ সালে মতলুবর রহমানের জন্ম গাইবান্ধা পৌরসভার কলেজপাড়ার বাসিন্দা মরহুম হাজী আহম্মদ উল্লাহ ও মরহুমা মঞ্জিলা বেগমে’র ঘরে। তিনি ১২ ভাইবোনের মধ্যে  পঞ্চম । জেলার সেরা করদাতা হিসেবে সাত বার পুরষ্কৃত হয়েছেন মতলুবর রহমান।
১৯৯৫ সালে তিনি নুরুন্নাহার বেগম স্বপ্না’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার বড় মেয়ে তাসলিমা আক্তার মিশু ও মেজো মেয়ে তাহমিনা আক্তার মিমি ব্রাক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এবং ছোট ছেলে মাসুম মুশফিক সিফাত বাংলাদেশ রাইফেলসে ষষ্ঠ শ্রেনীর ছাত্র।
মেয়র নির্বাচিত হবার পর মতলুবর রহমান তার কর্মী-সমর্থক, শুভাকাঙ্খীসহ পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গাইবান্ধা পৌরসভাকে জনবান্ধব আলোকিত পৌরসভা হিসেবে গড়ে তোলার উদ্দেশ্য থেকে তিনি নির্বাচনে অংশ নেন।
সবার দোয়া, ভালোবাসায় মেয়র নির্বাচিত হওয়ায় দায়িত্ব গ্রহনের দিন থেকে তিনি ভোটারদের দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে ও  পৌরসভার সার্বিক  উন্নয়নে পৌর নাগরিকদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রত্যাশা করেন।