News Details | Gaibandha Pourosova
মুজিব শত বর্ষে শত পাউন্ড কেক
প্রকাশের সময়: 24 May, 2021


১৭ই মাচর্ (২০২১) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ, গাইবান্ধা পৌরসভা, জেলা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। 

সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে জেলা প্রশাসন আয়োজিত জন্মবার্ষিকী কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে জাতীয় পতাকা উত্তোলন, পৌর পার্কে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শহীদ মিনারে শত ক্ষুদে মুজিবের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং শত পাউন্ডের কেক কাটা অনুষ্ঠান, শিশুদের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান ও রক্তদান, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চুয়াল আলোচনা, জেলার সকল মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন মন্দির গীর্জায় এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টান্ন ও উন্নতমানের খাবার পরিবেশন, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আতশবাজি, ফানুস উড্ডয়ন কর্মসূচী পালিত হয়। 

শত ক্ষুদে মুজিবের অংশগ্রহণে শত পাউন্ডের কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, পৌর মেয়র মো. মতলুবর রহমান প্রমুখ। 

এছাড়াও জন্মদিন উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ১শ’ বেলুন উড়ানোর কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, গাইবান্ধা প্রেসক্লাবসহ অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, জেলা শিল্পকলা একাডেমি, জেলা ক্রীড়া সংস্থা, সুরবানী সংসদ পৃথক পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।