News Details | Gaibandha Pourosova
গাইবান্ধা পৌরসভার আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা
প্রকাশের সময়: 02 Jun, 2021

গাইবান্ধা পৌরসভার আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেউন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভার সভাকক্ষে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা পৌর মেয়র মোঃ মতলুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ,ডাঃ ওয়াসেক রহমান তালুকদার, ডাঃ হাফিজুর রহমান,সাঈদা তাসনীম, আরজুমান আরা গোলেনুর। সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছাঃ মাহাফুজা খাঁন, মোছাঃ  মমতা সরকার, সাবিনা বেগম, কাউন্সিলর মোঃ শেখ শাহীন, আবু জাফর মোঃ মহিউদ্দিন, মোঃ কামাল হোসেন,মোঃ রকিবুল হাসান, শেখ সর্দার আসাদুজ্জামান ও মোঃ কাজী হুমায়ুন কবির স্বপন প্রমুখ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন সচিব (অঃ দাঃ) মোঃ রেজাউল হক ,পৌর এস,আই মোঃ আঃ রহিম আকন্দ সহ পৌরসভার সকল কর্মর্কতা কর্মচারি গণ। 

আগামী ৫ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় গাইবান্ধা পৌরসভা  এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ৫৮ টি কেন্দ্রে,  স্বেচ্ছাসেবী ১১৬ জন, সুপার ভাইজার ১২জন। ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১০ হাজার ৫৫৩ জন শিশুকে এ ভিটামিন প্লাস ক্যাপসুল  খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভিটামিন এ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায় বলে সভায় জানানো হয়।