ঈদ-উল আজহা উপলক্ষে গাইবান্ধায় দু:স্থদের চাল বিতরণ
প্রকাশের সময়: 12 Jul, 2021


গাইবান্ধা প্রতিনিধি

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে গাইবান্ধা পৌর এলাকার দু:স্থ পরিবারদের মধ্যে বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় রোববার (১১ ‍জুলাই) স্থানীয় শাহ আব্দুল স্টেডিয়ামে চাল বিতরণ করা হয়। এই কর্মসূচীর আওতায় পৌর এলাকার ১ হাজার দু:স্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গাইবান্ধা পৌরসভার জন্য এ চাল বরাদ্দ দেয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পৌর মেয়র মো. মতলুবর রহমান ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।