ত্রিশ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন গাইবান্ধা পৌরসভার
প্রকাশের সময়: 08 Aug, 2021

ত্রিশ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছে গাইবান্ধা পৌরসভা। রবিবার (৮ আগস্ট) স্বাস্হ্যবিধি মেনে এসব কাজের উদ্বোধন করেন গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ও স্থানীয় জনসাধারন। 

এসব কাজের মধ্যে রয়েছে ২০২০-২১অর্থবছরের গুরুত্বপর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় আট লাখ সাতান্ন হাজার পাঁচশত পঁয়ষট্টি টাকা ব্যয় ব্রিজরোড কালীবাড়ি পাড়া হরুন সাহেবের বাসা হইতে আর সিসি রাস্তা নির্মান।


২০২০-২১অর্থবছরের গুরুত্বপর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় বারো লাখ সাত হাজার ছয়শত পঁচিশ টাকা ব্যয়ে মাস্টারপাড়া গাইবান্ধা ল্যাবরেটরি স্কুল হতে সাহাদুল হক সাহেবর বাসা পর্যন্ত আসিসি ড্রেন ও ড্রেনের কভার স্ল্যাব নির্মান করণ।

২০২০-২১অর্থবছরের এলজিএসপি-৩ (পাইলট পৌরসভা) এর আওতায় তিন লাখ আটাত্তুর হাজার দুইশত চুরাশি টাকা ব্যয়ে মাস্টারপাড়া গাইবান্ধা ল্যাবরেটরি স্কুল হতে সৌরভের বাসা পর্যন্ত আরসিসি রাস্তা নির্মান করণ।

২০২০-২১ অর্থবছরের গুরুত্বপূের্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় আট লাখ সাত্তান্ন হাজার পাঁচশত পয়ষট্টি টাকা ব্যয়ে ব্রীজ রোড কালিবাড়ী পাড়া হারুন সাহেবের বাসা হইতে ঘাঘট নদী পর্যন্ত আরসিসি রাস্তা নির্মান।