নিজস্ব প্রতিবেদকঃ কেক কেটে উৎসবমুখর পরিবেশে গাইবান্ধা পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান তাঁর কক্ষে কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে কেক কেটে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন,“ গণতন্ত্রের মানস কন্যা দেশ ও জাতির কল্যাণের স্বার্থে আপনি বেঁচে থাকুন শতবর্ষ। আপনার হাত ধরেই আমরা এখন সাড়ে তিন শ ডলার জিডিপির দেশ-বিশ্বের ৩৭ তম বৃহৎ অর্থনীতি। আপনার হাত ধরেই আমরা “উন্নয়নশীল” দেশের ক্যাটাগরিতে পৌঁছে গিয়েছি। আমরা আপনাকে সঙ্গে নিয়েই পাব “উন্নত-সমৃদ্ধ” দেশের স্বীকৃতি।”
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহাফুজা খাঁন, কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুস সামাদ রোকন, শহীদ আহম্মেদ, আবু জাফর মহিউদ্দিন রিজু, কাউন্সিলর রকিবুল হাসান সুমন, শেখ শাহীন, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, পৌর সচিব আব্দুল হানিফ সরদার, হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী শফিউল ইসলাম, এসএম মাহবুবুল আলম, আব্দুল্ল্যাহ আল মাহমুদ মিঠুসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
নানা সংকট আর চড়াই উতরাই পেরিয়ে জীবনের ৭৪টি বছর পার করলেন শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। চার দশক হলো তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে সুদীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ আবার রাষ্ট্রক্ষমতায় আসে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৯ সাল থেকে চতুর্থ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দেশের ইতিহাসে পরপর তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের রেকর্ড আর কারও নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বানিজ্য ও তথ্য প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই মুহূর্তে শেখ হাসিনা দেশে নেই। তিনি জাতিসংঘের ৭৬ তম অধিবেশনে যোগ দিতে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।