News Details | Gaibandha Pourosova
নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন গাইবান্ধার মেয়র
প্রকাশের সময়: 02 Oct, 2021

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচনী প্রচারণায় গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান ১ নং ওয়ার্ডের কুলিপট্টি ও বাঁধ পাড়া বস্তির লোকজনকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, তিনি নির্বাচিত হলে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাবেন। নিজের দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন মেয়র। তিনি কুলিপট্টি ও বাঁধ পাড়ার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে দুটি বস্তি উন্নয়ন কমিটি ঘোষণা করেছেন। এর মধ্যে দিয়ে দুটি কমিউনিটিতে প্রাথমিকভাবে বস্তি উন্নয়ন কার্যক্রম শুরু হলো।


শনিবার (২ অক্টোবর) কাউন্সিলর শেখ শাহীনের সভাপতিত্বে কুলিপট্টি ও বাঁধ পাড়া বস্তি উন্নয়ন কমিটি (ঝওঈ) গঠন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহফুজা খাঁন ও প্যানেল মেয়র আবু জাফর মোঃ মহিউদ্দিন রিজু। 

মেয়র বলেন,“ গাইবান্ধা পৌরসভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকবে না। আমি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচিত হলে আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটাব। আমি জানি, আপনাদের কমিউনিটিতে অনেক সমস্যা রয়েছে। রাস্তা, ড্রেন, ল্যাট্রিন নেই। আপনাদের সহযোগিতা পেলে দীর্ঘদিনের এই সমস্যা দূর করতে পারব।” 

এরপর মতলুবর রহমান যোগ করেন,“ আমি আপনাদের পাশে আছি, থাকব। সবকিছু ঠিক থাকলে আমরা এই প্রকল্প পাশ করাতে পারব। আর আগামী এক বছরের মধ্যে আপনাদের এলাকায় অবকাঠামোগত উন্নয়নে যেতে পারব। ততদিন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। সেই সঙ্গে বস্তি উন্নয়ন কমিটির সভাগুলোতে নিয়মিত উপস্থিত থেকে মূল্যবান মতামত তুলে ধরবেন।”

আলোচনা সভার পর মেয়র ১৫ সদস্য বিশিষ্ট কুলিপট্টি ও বাঁধ পাড়া বস্তি উন্নয়ন কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সফিউল ইসলাম, লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ, কমিউনিটিকর্মী সূচনা সরকার, রাকিব সীমান্ত, মোহসেনা মৌটুসি, নাজমুল হোসেন প্রমূখ।1