নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচনী প্রচারণায় গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান ১ নং ওয়ার্ডের কুলিপট্টি ও বাঁধ পাড়া বস্তির লোকজনকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, তিনি নির্বাচিত হলে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাবেন। নিজের দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন মেয়র। তিনি কুলিপট্টি ও বাঁধ পাড়ার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে দুটি বস্তি উন্নয়ন কমিটি ঘোষণা করেছেন। এর মধ্যে দিয়ে দুটি কমিউনিটিতে প্রাথমিকভাবে বস্তি উন্নয়ন কার্যক্রম শুরু হলো।