গাইবান্ধা পৌরসভার নতুন নির্বাহী প্রকৌশলী ও পৌর সচিবকে ফুলেল শুভেচ্ছা
প্রকাশের সময়: 06 Oct, 2021

নিজস্ব প্রতিবেদকঃ সুদীর্ঘ সময় ধরে গাইবান্ধা পৌরসভায় সচিব ছিলেন না। এ কারণে পৌরসভাকে নানারকম অসুবিধায় পড়তে হয়েছে। দীর্ঘ সাত বছর পর গেল ৮ আগস্ট দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার সচিব আব্দুল হানিফ সরদারকে গাইবান্ধা পৌরসভায় পদায়ন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এদিকে, গাইবান্ধা পৌরসভায় দীর্ঘদিন থেকে সহকারী প্রকৌশলী পদে দায়িত্ব পালন করে আসছেন রেজাউল হক। গত ২১ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১ম ও ২য় শ্রেণির কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি কমিটির সভার সুপারিশে তিনি নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পেয়ে গাইবান্ধা পৌরসভায় যোগদান করেন। 


নতুন পৌর সচিব ও নির্বাহী প্রকৌশলীকে মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে গাইবান্ধা পৌরসভায় কর্মকর্তা-কর্মচারিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় পৌর সচিব আব্দুল হানিফ সরদার বলেন,“ গাইবান্ধা পৌরসভায় দীর্ঘদিন সচিব ছিল না। এতে পৌরসভার ভালোর চেয়ে ক্ষতিই হয়েছে। আমি কর্মকর্তা-কর্মচারি এবং পৌর পরিষদকে সঙ্গে নিয়ে গাইবান্ধা পৌরসভাকে এগিয়ে নিতে চাই। এ জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।”

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল হক বলেন,“ সকল কর্মকর্তা-কর্মচারিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পদোন্নতির সঙ্গে সঙ্গে দায়িত্ব ও কর্তব্য অনেক বেড়ে গিয়েছে। সবার সহযোগিতায় নিষ্ঠার সাথে আমি দায়িত্ব পালন করে যেতে চাই। এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা খুবই প্রয়োজন।”

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, প্রশাসনিক কর্মকর্তা অমিতাভ চক্রবর্তী, এ্যাসেসর হাসান রুশ্দ রানা, লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ, স্যানেটারি ইন্সপেক্টর আব্দুর রহিম আকন্দ, কর আদায়কারী (ভারপ্রাপ্ত) নূর হোসেন, বাজার পরিদর্শক লুৎফর রহমান, কার্য্য সহকারী অনল কুমার সরকার, কমিউনিটিকর্মী সূচনা সরকার, নি¤œমান সহকারী উত্তম কুমার সরকার, টিকাদানকারী সুরাইয়া আক্তার, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) যুধিষ্ঠির চন্দ্র সরকার, সুইপার সুপারভাইজার লায়েক আলী, জেলা কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।