News Details | Gaibandha Pourosova
দূর্গাপূজায় সব সহযোগিতা থাকবে বললেন মেয়র মতলুবর রহমান
প্রকাশের সময়: 06 Oct, 2021

নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে গাইবান্ধা পৌরসভায় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার সভাকক্ষে গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বকশি সূর্য। মতবিনিময় সভায় উন্মক্ত আলোচনায় গাইবান্ধা পৌর এলাকার ১৯টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। 

পরে মেয়র তাঁর বক্তব্যে সবাইকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মতলুবর রহমান বলেন,“আমি পরিষদের আসার পর এটাই প্রথম শারদীয় দূর্গাৎসব। সবাই যাতে পূজা নির্বিঘ্নে উদযাপন করতে সে ব্যাপারে যা যা করা লাগে করব। ময়লা অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যেখানে স্ল্যাব নেই চেষ্টা করা হবে সেখানে স্ল্যাব দেওয়ার।”

তিনি আরও বলেন,“ নিরাপত্তার ব্যাপারে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের সঙ্গে পৌরসভাও সার্বিক সহযোগিতা করবে। পৌরসভা থেকে মনিটরিং টিমও কাজ করবে। যারা আর্থিক অসচ্ছ¡ল তাদেরও সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

গাইবান্ধা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ বকশি সূর্য বলেন,“সনাতন ধর্মে ডিজে বা গান বাজনার নামে অশ্লিল নৃত্যর স্থান নেই। পূজায় জুয়ার আসর চলতে দেওয়া হবে না। কেউ এমন অপরাধ করলে তাঁকে আইনের হাতে সোপর্দ করা হবে। পূজা এলেই কিছু মানুষ মদ্যপ হয়ে পড়ে। আমাদের সনাতন ধর্মে মদ পান করে মাতলামি করার সুযোগ নেই। আপনারা সবাই এসব ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন।” 

অন্যদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহফুজা খান, প্যানেল মেয়র আব্দুস সামাদ রোকন ও শহীদ আহম্মেদ, কাউন্সিলর মোহাম্মদ আবু বকর সিদ্দিক, রকিবুল হাসান, কামাল হোসেন, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, পৌর সচিব আব্দুল হানিফ সরদার, বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ, গাইবান্ধা সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রকি দেব প্রমূখ।