নিজস্ব প্রতিবেদক: “পরিবেশ বান্ধব নগর গড়ি, কার্বন নিঃসরণ সীমিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্টের আয়োজনে রোববার (১০ অক্টোবর) বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। পৌর শহীদ মিনার চত্ত¡রে আলোচনা সভার আগে গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সামাদ রোকন র্যালির উদ্বোধন করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে এসে শেষ হয়।
পরে ব্র্যাক-এর আঞ্চলিক সমন্বয়কারী অপূর্ব সাহার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন,“দিন যত যাচ্ছে শহর এলাকায় ততই জনবসতি বাড়ছে। ফলে শহরে ভবন নির্মাণও বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে কলকারখানা ও যানবাহন থেকে কার্বণ নিঃসরণের মাত্রা বাড়ছে। তাই আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ ও বাসযোগ্য দেশ গঠনে পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই।”
গাইবান্ধা পৌরসভার পৌর সচিব আব্দুল হানিফ সরদার বলেন,“ আমাদের সুস্থ্য পরিবেশে জীবনযাপন করতে হলে বাসযোগ্য নগরের পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নিতে হবে। এ জন্য বাড়ির আশপাশে যেখানেই ফাঁকা জায়গা পাব সেখানেই বৃক্ষরোপন করার জন্য সচেষ্ট থাকব এবং বিদ্যুৎ, পানি এবং গ্যাসের ব্যবহার সীমিত করে এবং জ্বালানি সাশ্রয়ী যানবাহন ব্যবহার করে আমরা কার্বন নিঃসরণ কমাতে পারি। পরিকল্পিত শহর গড়তে ব্র্যাকের সহযোগিতায় গাইবান্ধা পৌরসভার মাষ্টারপ্ল্যানের কাজ এগিয়ে চলেছে। একই সঙ্গে শহরে দরিদ্র মানুষদের জন্য দরিদ্রবান্ধব সেবা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রাথমিক কাজ শুরু হয়েছে।”
আলোচনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত আসনের কাউন্সিলর সাবিনা বেগম, বেগম মমতা সরকার, মাহফুজা খাঁন, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, ব্র্যাকের আর্কিটেক্ট রাশিদুল ইসলাম, মাঠ সমন্বয়কারী শাহ্জাহান মিয়া, ট্রেনার সালমা আজাদ, কর্মসূচী সংগঠক আমিনুল ইসলাম প্রমূখ।