সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধা এর উদ্যোগে বুধবার ((২৭ অক্টোবর) সকাল ১১.০০ টায় গাইবান্ধা পৌরসভার সভাকক্ষে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবংজনবান্ধবে রুপান্তর করতে পৌর পরিষদের সাথে সনাক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম এর সভাপতিত্বে সভার লক্ষ্য ও উদ্দেশ্যসহ সনাক এর সুপারিশসমূহ উপস্থাপন করেন স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহবায়ক্ও সনাক সদস্য সাংবাদিক উজ্জল চক্রবর্তী। উক্ত সভায় সম্মানীয় অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন এবং বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র জনাব মোঃমতলুবর রহমান, পৌরসভার সচিব মোঃ আব্দুল হানিফ সরদার, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক এবং সনাক সদস্য আফরোজা বেগম লুপু। সভায় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর শহীদ আহম্মেদ,সাবিনা বেগম, মাহফুজা খানম, এসডিও মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক গোবিন্দ লাল দাস, প্রবীর চক্রবর্ত্তী, ইয়েস দলনেতা হামীম তাহিয়াত তামান্না, সহ দলনেতা মোল্লা আরিফা নদী, সদস্য সানজিদ হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃমাসুদ রানা।
সভায় পৌরসভার মেয়র বলেন যে, পৌরসভায় জন্মনিবন্ধন কার্যক্রমকে আরো সহজীকরণ এবং গতিশীল করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে, জনদূর্ভোগ কমাতে সমন্বিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নগর পরিকল্পনাবিদ দিয়ে মাষ্টার প্ল্যান করার কাজ চলমান, পৌরসভা হতে প্রাপ্ত বিভিন্ন উপকারভোগী এবং উন্নয়ন প্রকল্পের তালিকা ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে নিয়মিত প্রকাশ করা;পৌরসভার বিভিন্ন তথ্য সম্বলিত তথ্য বোর্ড হালনাগাদ করে স্থাপন করা;পৌরসভার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ডাটাবেজ তৈরী ও শতভাগ সামাজিক নিরাপত্তা উপকারভোগীর অন্তর্ভুক্ত করা; পৌরবাসীর মতামত, পরামর্শ ও অভিযোগ গ্রহণের জন্য স্ব-উদ্যোগে জনসাধারণের সাথে পৌরপরিষদের উন্মুক্ত মতবিনিময়ের আয়োজন করা; শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি, যানজট প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ; শহরের বিভিন্ন জনসমাগম স্থানে গনশৌচাগার/টয়লেট স্থাপন; জরুরী স্বাস্থ্য সেবা প্রদানের জন্য গাইবান্ধা পৌরসভার জন্য একটি এম্বুলেন্স ক্রয়ের ব্যবস্থা করা হবে বলে আলোচনা করা হয়। এছাড়াও পৌরসভার আয় বৃদ্ধির লক্ষ্যে পৌর এলাকায় একটি হাঠ স্থাপনের পরিকল্পনা চলমান আছে। উক্ত কাজসমূহ সফল করে পৌরসভাকে জনগণের সেবায় কার্যকর করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।