নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা পৌরসভার ৩নং ওয়ার্ডে ওয়ার্ড কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহফুজা খাঁন। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল হক এবং পৌর সচিব আব্দুল হানিফ সরদার।
সদস্য সচিব আবদুল্লাহ আল মাহমুদ-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মাহফুজা খাঁন বলেন,“৩নং ওয়ার্ডের উন্নয়নে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে কাঁচা রাস্তা রয়েছে সেখানে সিসি রাস্তা করা হবে। আমরা এরই মধ্যে একটা প্রকল্প পাওয়ার জন্য কাগজপত্র ঢাকায় জমা দিয়েছি। এই প্রকল্প পাশ হলে ৩নং ওয়ার্ডের কোনও রাস্তা কাঁচা থাকবে না। ময়লা আবর্জনা ফেলার জন্য আমরা ডাস্টবিন করে দিতে পারি, সেক্ষেত্রে ডাস্টবিনের জন্য আপনাদের নির্দিষ্ট জায়গা করে দিতে হবে।”
তিনি আরও বলেন,“ ওয়ার্ড কমিটি পৌরসভার একটি গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটির সদস্যরা পৌরসভার রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখতে পারেন। আশা করছি, আপনারা প্রতিবেশীদের পৌর কর প্রদানে উদ্বুদ্ধ করবেন। পৌর করের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে আমরাও সেবা দিতে পারব।”
বিশেষ অতিথির বক্তব্যে রেজাউল হক বলেন, “ওয়ার্ড পর্যায়ের উন্নয়নে ওয়ার্ড কমিটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আপনাদের মতামত বা সই ছাড়া ঠিকাদার কোনও বিল উত্তোলন করতে পারবেন না। সে কারণে কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের উপরও বর্তায়। আলোচনায় যেসব রাস্তাঘাট,ড্রেন, ¯øাবের সমস্যাগুলো উঠে এসেছে সেগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করব।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি আব্দুল হানিফ সরদার বলেন,“ আপনারা ওয়ার্ড কমিটির সম্মানিত সদস্য। আপনাদের মূল্যবান মতামত এখান থেকে চলে যাবে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায়। তাই কাউন্সিলরের পাশাপাশি ওয়ার্ডের ভালোমন্দ দেখভালের দায়িত্ব আপনাদেরও রয়েছে। পৌরসভার সরকারি বরাদ্দ চাহিদার তুলনায় অপ্রতুল। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। পৌরসভার সেবা নিতে হলে নিয়মিত কর প্রদান করতে হবে।”
সভাপতি কামাল হোসেন তাঁর সমাপনি বক্তব্যে বলেন,“ এই ওয়ার্ড অন্য ওয়ার্ডের চেয়ে অনেক বড়। এখানে আগে তেমন উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছর চেষ্টা করেছি এলাকার উন্নয়নে কাজ করতে। এবারও সেই ধারা অব্যাহত রয়েছে। আপনাদের সহযোগিতা পেলে আগামীতে ৩নং ওয়ার্ডের সব সমস্য দূর করতে পারব।”
ওয়ার্ড কমিটির সভায় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, রমজান আলী, শাহীন মিয়া, আনোয়ারা বেগম, নাছিম আহম্মেদ, সাজিয়া আফরিন,ফিরোজ কবির কল্লোল, কোহিনুর বেগম, নাজমুল ইসলাম প্রমূখ।