নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা পৌরসভার সভাকক্ষে ২নং ওয়ার্ড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৭ নভেম্বর) ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আবু জাফর মহিউদ্দিন রিজুর সভাপতিত্বে এই সভা হয়। উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ-এর সঞ্চালনায় সভায় কমিটির সদস্যরা তাদের এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন।
সকলের বক্তব্য শুনে পরে আবু জাফর মোঃ মহিউদ্দিন রিজু বলেন, “এই পরিষদের দায়িত্ব পাওয়ার এখনও এক বছর পূর্তি হয়নি। এর মধ্যে করোনাকালে কেটে গিয়েছে ছয় মাসেরও বেশি। আপনারা রাস্তা, ড্রেন ¯স্ল্যাব, সড়ক বাতি এবং ময়লা আবর্জনা অপসারণ সংক্রান্ত যেসব কথা বলেছেন সেগুলো আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে বাস্তবায়ন করার। তবে ওয়ার্ডে সড়ক বাতি, ময়লা আবর্জনা এবং মশক নিধন কার্যক্রম খুব দ্রুতই শুরু করতে পারব।”
তিনি আরও বলেন,“পৌরসভা চলে পৌর করের অর্থে। আপনি যদি আপনার প্রতিবেশিদের পৌরসভার কর দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারেন তাহলে পৌরসভার রাজস্ব বাড়বে। এরফলে আমরা কাঙ্খিত সেবাও দিতে পারব। আমরা এরই মাঝে বড় একটি প্রকল্প পাওয়ার জন্য ঢাকায় যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। এই প্রকল্প পাশ হলে গাইবান্ধা পৌরসভার ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করছি।”
ওয়ার্ড কমিটির সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহফুঁজা খান, বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, ওয়াহেদ মুরাদ মুন্না, ফারজানা নাসরিন, শাহীন মিয়া, আমিনুল ইসলাম, আঞ্জু বেগম, রুলি বেগম, নাজমুল ইসলাম প্রমূখ।