গাইবান্ধা পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা
প্রকাশের সময়: 09 Dec, 2021

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্যাপন উপলক্ষে গাইবান্ধা পৌরসভায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৮ ডিসেম্বর) কাউন্সিলর ও প্যানেল মেয়র শহীদ আহম্মেদের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডাঃ হাফিজুর রহমান। 

আগামী ১১ ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১ বছরের নিচে সকল শিশুকে ১টি করে নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছরের নিচে সকল শিশুকে ১টি করে লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ হাফিজুর রহমান বলেন,“ ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে না, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি মস্তিষ্কের উন্নতি সাধনে বড় ভুমিকা রাখে। এছাড়া ডায়রিয়া এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।”

সভাপতি শহীদ আহম্মেদ তাঁর বক্তব্যে বলেন,“ বাংলাদেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রোগের প্রাদূর্ভাব এক শতাংশের নিচে আনতে হবে। এ লক্ষ্যে সারাদেশেই এই ক্যাম্পেইন পালিত হবে। গাইবান্ধা পৌরসভা যাতে অতীতের মতো ক্যাম্পেইন সুষ্ঠভাবে পালন করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। একটা শিশু যাতে বাদ না পড়ে সেদিকে স্বেচ্ছাসেবক, সুপারভাইজারদের দৃষ্টি রাখতে হবে।”

ভিটামিন ‘এ’ প্লাস অবহিতকরণ সভায় অন্যদের বক্তব্য রাখেন কাউন্সিলর মোহাম্মদ আবু বকর সিদ্দিক, শেখ সর্দার আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুস সামাদ রোকন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহফুজা খাঁন, সাবিনা বেগম, কাউন্সিলর কাজী হুমায়ুন কবীর, রকিবুল হাসান, শেখ শাহীন, পৌর সচিব আব্দুল হানিফ সরদার, বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম আকন্দ, লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ মিয়া, টিকাদানকারী সুপারভাইজার রায়হান মিয়া, বিপুল কুমার দাস প্রমূখ।