নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান শনিবার(১১ডিসেম্বর) পৌরসভা চত্ত¡রে এ ক্যাম্পেইন-এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নাজমুস সাকিব।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“ ভিটামিন ‘এ’ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ডায়রিয়ার ব্যাপ্তিকাল এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। ৯০ শতাংশ-এর বেশি শিশু, যাদের বয়স ১ বছর থেকে ৫ বছরের নিচে, প্রতি ছয় মাস পরপর বছরে দুইবার লাল রঙের ভিটামিন ‘এ’ (দুই লক্ষ আই ইউ) ক্যাপসুল পাবে। ৯০ শতাংশ-এর বেশি শিশু, যাদের বয়স ৬ মাস থেকে ১ বছরের নিচে, প্রতি ছয় মাস অন্তর বছরে একবার নীল রঙের ভিটামিন ‘এ’ (এক লক্ষ আই ইউ) ক্যাপসুল পাবে।”
গাইবান্ধা পৌরসভার মেয়র বলেন,“এবার করোনার কারণে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান ছোট আকারে আয়োজন করা হয়েছে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জাতীয় প্রোগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার চেষ্টা করছেন। জাতী গঠনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব অপরিসীম। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। সেই শিশুরা রোগাক্রান্ত হয়ে বেড়ে উঠলে দেশের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে। এ জন্য একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।”
পরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে মেয়র এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়, গাইবান্ধার এমওসিএস ডাঃ হাফিজুর রহমান, কাউন্সিলর ও প্যানেল মেয়র শহীদ আহম্মেদ, জেলা কো-অর্ডিনেটর ও নিউট্রেশন অফিসার রায়হানা ইসলাম। উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহফুজা খাঁন, সাবিনা বেগম, কাউন্সিলর ও প্যানেল মেয়র এজেডএম মহিউদ্দিন, কাউন্সিলর শেখ শাহীন, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সফিউল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম আকন্দ, লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ মিয়া, স্বাস্থ্য সহকারী মাসুদুল হাসান, টিকাদানকারী সুপারভাইজার রায়হান মিয়া, যুধিষ্ঠির চন্দ্র সরকার, টিকাদানকারী ইবনে সাঈদ মন্ডল প্রমূখ।
১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১ বছরের নিচে সকল শিশুকে ১টি করে নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছরের নিচে সকল শিশুকে ১টি করে লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।