নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা পৌরসভার ৮নং ওয়ার্ডে ওয়ার্ড কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর শেখ সর্দার আসাদুজ্জামান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর সাবিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী রেজাউল হক এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম।
সদস্য সচিব মোহাম্মদ সফিউল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবিনা বেগম বলেন,“ ৮নং ওয়ার্ডে অনেক রাস্তা-ঘাট ও ড্রেন স্ল্যাব জরুরিভাবে নির্মাণ/পুণঃনির্মাণ করা প্রয়োজন। অনেক ড্রেন আছে যেগুলোতে স্ল্যাব নেই। সবুজ পাড়া, বিহারি পট্টি এবং মুন্সি পাড়া টিএনটির পেছনে রাস্তাগুলো সংস্কার করা প্রয়োজন। তাছাড়া এই ওয়ার্ডের মূল রাস্তার ড্রেন পরিস্কার করা হয় না। বৃষ্টি হলে পানি জমে থাকে। ওয়ার্ড কমিটির সভায় আপনাদের মূল্যবান মতামতগুলো আমরা পৌর পরিষদের মাসিক সভায় তুলে ধরব যাতে এই ওয়ার্ডের রাস্তা-ড্রেনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে পৌরসভা থেকে বরাদ্দ পাওয়া যায়।”
বিশেষ অতিথির বক্তব্যে গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল হক বলেন,“ ওয়ার্ড কমিটি পৌরসভা আইন-২০০৯ এর দ্বারা গঠিত হয়েছে। ৯টি ওয়ার্ডে ৯টি ওয়ার্ড কমিটি করা আছে। কমিটিগুলোতে আসা আপনাদের মূল্যবান পরামর্শগুলো চলে যাবে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায়। এরপর আলোচনা হবে পৌর পরিষদের মাসিক সভায়। আমাদের পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা করা আছে। আপনারা জানেন, একটি বড় প্রকল্প পাওয়ার জন্য মেয়র মহোদয় সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছেন। এই প্রকল্পটি গাইবান্ধা পৌরসভায় এলে আপনারা যে সকল সমস্যার কথা তুলে ধরেছেন তার সমাধান হয়ে যাবে। তখন কোনও রাস্তা বা ড্রেন নির্মাণ/পুণঃনির্মাণ করা বাকি থাকবে না। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।”
সমাপনি বক্তব্যে ওয়ার্ড কমিটির সভাপতি ও কাউন্সিলর শেখ সর্দার আসাদুজ্জামান বলেন,“ ৮নং ওয়ার্ডের উন্নয়নে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে কাঁচা রাস্তা রয়েছে সেখানে সিসি রাস্তা করা হবে। আমরা এরই মধ্যে একটা প্রকল্প পাওয়ার জন্য কাগজপত্র ঢাকায় জমা দিয়েছি। এই প্রকল্প পাশ হলে ৮নং ওয়ার্ডের কোনও রাস্তা বা ড্রেনের কাজ অবশিষ্ট থাকবে না।” তিনি আরও বলেন,“ ওয়ার্ড কমিটি পৌরসভার একটি গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটির সদস্যরা পৌরসভার রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখতে পারেন। আপনারা প্রতিবেশীদের পৌর কর প্রদানে উদ্বুদ্ধ করবেন। পৌর করের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে আমরা সেবাও পৌরবাসীর দোড়গোড়ায় পৌঁছে দিতে পারব।”
ওয়ার্ড কমিটির সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ মিয়া, ওয়ার্ড কমিটির সদস্য মোতালেব হোসেন, মুমিনুল হক মামুন, সাইদা পারভীন, নূর আলম খান, মর্জিনা বেগম, সরফরাজ খান, আফরুজা আক্তার, নাজমুল ইসলাম, সাগর খান প্রমূখ।