নিজস্ব প্রতিবেদকঃ বিজয় দিবসে গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান। বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় পৌর পরিষদ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে তিনি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ও প্যানেল মেয়র শহীদ আহম্মেদ, এ জেড এম মহিউদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাবিনা বেগম, কাউন্সিলর শেখ সর্দার আসাদুজ্জামান, কাজী হুমায়ন কবীর, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, পৌর সচিব আব্দুল হানিফ সরদারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
এবার স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ছিল। এ কারণে বছরটি ছিল বিশেষ তাৎপর্যময়। এ দুই বিশেষ উপলক্ষ উদ্যাপনের জন্য সারা বছরই সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়।