গাইবান্ধা পৌরসভা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার রংপুর বিভাগ, রংপুর এর পরিচালক মোঃ ফজলুল কবীর। তিনি মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা পৌরসভায় এলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র মতলুবর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, গাইবান্ধা’র উপপরিচালক মোছাঃ রোখছানা বেগম।
গাইবান্ধা পৌরসভার সভাকক্ষে পৌর পরিষদ এবং পৌরসভার বিভাগীয় ও শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন ফজলুল কবীর। তিনি এ সময় নানা দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করে বলেন,“পৌরসভার উন্নয়নে রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে। সেই সঙ্গে পৌরসভার সীমানাও বৃদ্ধি করতে হবে।”
এরপর তিনি গাইবান্ধা পৌরসভা কর্তৃক বাস্তবায়িত এলজিএসপি-৩ এর আওতায় পৌর গোরস্থান হতে বলাই সাহার মোড় পর্যন্ত নির্মাণাধীন আরসিসি ড্রেনের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের গুনগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র শহীদ আহম্মেদ, আব্দুল সামাদ রোকন, আবু জাফর মোঃ মহিউদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাবিনা বেগম ও বেগম মমতা সরকার কাউন্সিলর শেখ শাহীন, রকিবুল হাসান সুমন, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, সচিব আব্দুল হানিফ সরদার, সহকারী প্রকৌশলী আ.ন.ম আসাদুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, এসএম মাহবুবুল আলম, সফিউল ইসলাম, লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ প্রমূখ।