News Details | Gaibandha Pourosova
গাইবান্ধা পৌরসভার মাষ্টার প্ল্যানের ‘খসড়া’ মেয়রের নিকট হস্তান্তর
প্রকাশের সময়: 01 Mar, 2022

নিজস্ব প্রতিবেদক

বহু কাঙ্খিত গাইবান্ধা পৌরসভার মাষ্টার প্ল্যানের খসড়া হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) মেয়র মতলুবর রহমানের হাতে এই খসড়া কপি তুলে দেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্টের (ইউডিপি) কো-অর্ডিনেটর অপূর্ব সাহা। এ সময় মেয়র উচ্ছ¡াস প্রকাশ করে বলেন,“গাইবান্ধা পৌরসভার দীর্ঘদিনের কাঙ্খিত এই মাষ্টার প্ল্যান। শতবর্ষী গাইবান্ধা পৌরসভার শুধু মাষ্টার প্ল্যান না থাকায় আমরা প্রকল্পে অন্তর্ভূক্ত হতে পারছি না। খসড়া যখন হয়েছে তখন চূড়ান্ত মাষ্টার প্ল্যানও আমরা অল্প কিছুদিনের মধ্যে পেয়ে যাব। মাষ্টার প্ল্যান প্রণয়নে ব্র্যাকের সকল স্তরের কর্মকর্তা, যারা এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

২০১৯ সাল থেকে নগর উন্নয়ন অধিদপ্তর-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গাইবান্ধা পৌরসভা এবং আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ব্র্যাক-এর সহযোগিতায় অংশীদারিত্বের ভিত্তিতে গাইবান্ধা শহর মাষ্টার প্ল্যান প্রণয়ন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 

কিভাবে গাইবান্ধা পৌরসভার মাষ্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে সেই প্রসঙ্গ তুলে ধরে ব্র্যাক আরবান ডেভেলপমেন্টের (ইউডিপি) কো-অর্ডিনেটর অপূর্ব সাহা বলেন,“ ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম নগর উন্নয়ন অধিদপ্তর-এর সকল নির্দেশনা ও পরামর্শ অনুসরণ করে পিআরএ; আর্থ-সামাজিক জরিপ,মৌজা ম্যাপ, অর্থফটো, ও অন্যান্য ডেটসেট সংগ্রহ করে। ডেটাসেট ও রিপোর্টসমূহের খসড়া ভার্সনসহ সংশোধনপূর্বক ফাইনাল ভার্সন প্রস্তুত কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দেশব্যাপী করোনা অতিমারির কারণে কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদন করতে ব্র্যাক সাময়িক বাধার মুখে পড়েছিল। আশা করছি, খুব শিগগিরই মেয়র মহোদয়ের নিকট আমরা চূড়ান্ত মাষ্টার প্ল্যান হস্তান্তর করতে পারব।”

গাইবান্ধা শহর মাষ্টার প্ল্যানের খসড়া রিপোর্ট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল সামাদ রোকন, কাউন্সিলর কামাল হোসেন, এসডিও রবিউল ইসলাম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মনিটরিং অফিসার আব্দুল্লাহ আল তারেক, অবকাঠামো উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট গাইবান্ধার ফিল্ড কো-অর্ডিনেটর (এফসি) নিশিত কুমার বিশ্বাস, প্রোগ্রাম অর্গানাইজার আমিনুল ইসলাম ও রিফাত আহমদ প্রমূখ।