News Details | Gaibandha Pourosova
গাইবান্ধা পৌরসভার আয়োজনে "পঞ্চাশে বঙ্গবন্ধুর বাংলাদেশ" শীর্ষক ব্যতিক্রম চিত্র প্রদর্শনী
প্রকাশের সময়: 18 Mar, 2022

বঙ্গবন্ধুর জন্মদিন ও মুজিবশতবর্ষ উপলক্ষে গাইবান্ধায় পক্ষকালব্যাপী (দু সপ্তাহ) পঞ্চাশে বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক ব্যতিক্রম চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে পৌর মেয়র মতলুবর রহমানের আয়োজনে পৌরপার্কের বিজয়স্তম্ভের চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, পৌর মেয়র মো. মতলুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব প্রমুখ। 

এব্যাপারে হুইপ গিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পৌর মেয়র প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এজন্য গাইবান্ধা পৌরসভা ও মেয়র মতলুবর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, মেয়রের এ উদ্যোগ বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানতে সহায়ক হবে। পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশকে ছবির মধ্য দিয়ে ফুটিয়ে তোলার এমন উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন আয়োজন করা হলে  ভবিষ্যৎ প্রজন্মের কাছে কেউই মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাস বিকৃত করার সুযোগ পাবে না। 

পৌর মেয়র মো. মতলুবর রহমান জানান, নতুন প্রজন্মের সামনে জাতীর জনক ও তার দর্শন ছড়িয়ে দিতে এ প্রদর্শনীতে বঙ্গবন্ধুর আজন্ম সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রার বিভিন্ন চিত্র স্থান পায়। আগামী ৩১ শে মার্চ পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উম্মুক্ত থাকবে বলে জানান পৌর মেয়র।