বন্যার আগেই বাঁধ সংস্কার করা জরুরি পৌর ওয়ার্ড কমিটির সভায় বক্তারা
প্রকাশের সময়: 19 May, 2022


নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা পৌরসভার ১নং ওয়ার্ড কমিটির আলোচনা সভা পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ১নং ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড কমিটির সভাপতি শেখ শাহীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল সামাদ রোকন। 

গাইবান্ধা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল সামাদ রোকন বলেন,“ সামনে বর্ষা মৌসুম আসছে। এবার বন্যা হওয়ার আগাম পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে সিলেট বিভাগে বন্যা হচ্ছে। সে কারণে আমাদের পূর্ব প্রস্তুতি রাখা দরকার। বিশেষ করে ডেভিড কোম্পানি পাড়ায় অবস্থিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার করা জরুরি। কারণ বন্যায় এই বাঁধ ক্ষতিগ্রস্থ হলে গোটা গাইবান্ধা পানির নিচে ডুবে যাবে। আমি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং গাইবান্ধার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে এই বাঁধটির দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।”

ওয়ার্ড কমিটির সভায় সদস্যরা সংশ্লিষ্ট ওয়ার্ডের ডেভিড কোম্পানি পাড়ার ড্রেন বর্ধিতকরণ, বাঁধের উপর ডাস্টবিন স্থাপন, সড়ক বাতি মেরামতকরণ, পৌরসভার রাস্তার সীমানা নির্ধারণ ও দখলে যাওয়া জমি উদ্ধার এবং বাড়ি বাড়ি ময়লা সংগ্রহ করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে বক্তব্য দেন। পরে সভাপতি শেখ শাহীন সমাপনি বক্তব্যে বলেন,“ বন্যার আগেই যাতে বাঁধটি সংস্কার করা যায় এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলব। তাছাড়া সড়কবাতি দ্রুত মেরামত, বাঁধের উপর ডাস্টবিন স্থাপন, মশক নিধন এবং বাড়ি বাড়ি গিয়ে বাঁশিতে ফুঁ দিলেই যাতে ভ্যান গাড়ি ময়লা আবর্জনা নিয়ে যেতে পারে সে বিষয়েও পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো।” 

ওয়ার্ড কমিটির সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহাফুঁজা খান, সাবিনা বেগম, কাউন্সিলর রকিবুল হাসান সুমন, পৌর নির্বাহী কর্মকতা আব্দুল হানিফ সরদার, সদস্য নাজমুল আলম, জয়ন্তী রানী দাস, তপু কুমার দাস, সাইফুল ইসলাম, মুরিয়ম খাতুন প্রমূখ।