স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর অধীন গাইবান্ধা পৌরসভা, গাইবান্ধা এর ১৩টি পদে জনবল নিয়োগের কার্যক্রম চলছে। জনবল নিয়োগ বাছাই কমিটি, গাইবান্ধা পৌরসভা কর্তৃক সম্পূর্ণ স্বচ্ছতা ও সততার সাথে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র মতলুবর রহমান।
পৌর মেয়র বলেছেন,“ প্রলোভনে পড়ে বা প্রতারণার শিকার হয়ে নিয়োগ লাভের আশায় আগামী ১ জুলাই অনুষ্ঠিতব্য বিভিন্ন পদের নিয়োগ কার্যক্রমে কোনরূপ আর্থিক লেনদেন করবেন না। এ বিষয়ে আর্থিক লেনদেন করে কেউ প্রতারিত হবেন না। কোন রকম অনিয়ম তথা আর্থিক লেনদেনের তথ্য কর্তৃপক্ষের নজরে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, আগামী ১ জুলাই শুক্রবার পৌরসভার জনবল নিয়োগের বিভিন্ন পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ৩টি পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। পদগুলো হলো সার্ভেয়ার, ট্রাক্টর চালক ও রোড রোলার চালক।