স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর অধীন গাইবান্ধা পৌরসভা, গাইবান্ধা এর ১৩টি পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা ১ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে। জনবল নিয়োগ বাছাই কমিটি, গাইবান্ধা পৌরসভা কর্তৃক সম্পূর্ণ স্বচ্ছতা ও সততার সাথে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
পৌর মেয়র মতলুবর রহমান বলেছেন,“ প্রলোভনে পড়ে বা প্রতারণার শিকার হয়ে নিয়োগ লাভের আশায় বিভিন্ন পদের নিয়োগ কার্যক্রমে কোনরূপ আর্থিক লেনদেন করবেন না। এ বিষয়ে আর্থিক লেনদেন করে কেউ প্রতারিত হবেন না। কোন রকম অনিয়ম তথা আর্থিক লেনদেনের তথ্য কর্তৃপক্ষের নজরে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, ইতিমধ্যে ৩টি পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। পদগুলো হলো সার্ভেয়ার, ট্রাক্টর চালক ও রোড রোলার চালক।