‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ২০২২ এর বিভাগীয় পর্যায়ে গাইবান্ধা পৌরসভাকে শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত করা হয়েছে। গেল ১৬ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান এর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকার দুই মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও মোঃ আতিকুল ইসলাম।
বক্তব্য দিতে গিয়ে ঢাকার দুই মেয়রই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে গিয়ে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। আঞ্চলিক অফিসগুলোয় এ কাজের জন্য পর্যাপ্ত জনবল না থাকায় সাধারণ মানুষ দালালের খপ্পরে পড়ছে বলেও জানান তারা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত থাকা স্থানীয় সরকার মন্ত্রী জন্ম ও মৃত্যু নিবন্ধনের অব্যবস্থাপনার কথা স্বীকার করেন এবং তিনি দ্রæতই এ সমস্যারা সুরাহা করবেন বলে আশা ব্যক্ত করেন।
গাইবান্ধা পৌরসভার এমন অর্জনে মেয়র মতলুবর রহমান বলেন,“ জন্ম ও মৃত্যু নিবন্ধন একটা জটিল প্রক্রিয়া ছিল। মানুষের ভোগান্তি লাঘবে আমি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করি। এর মধ্যে অন্যতম ছিল জন্ম নিবন্ধন শাখায় লোকবল বাড়ানো। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, সভা, সেমিনার এবং জনসভায় জন্ম নিবন্ধনের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছি। তাছাড়া জন্ম নিবন্ধনকে আমরা আলাদাভাবে প্রাধান্য দিয়েছি। যে কারণে আজকের এই সাফল্য। আমি জন্ম নিবন্ধন সংশ্লিষ্ট কর্মচারি কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই ধারা বজায় থাকলে ভবিষ্যতে গাইবান্ধা পৌরসভা আরও বড় কিছু অর্জন করতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিন, ইউএনআইসিইএফ বাংলাদেশের অফিসার ইনচার্জ ডা. সাজা ফারুক আব্দুল্লা প্রমূখ।