গাইবান্ধা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রামের (ইউডিপি) আওতায় শহরের দরিদ্র জনগোষ্ঠীকে নানাভাবে সহায়তার লক্ষ্যে নগর দরিদ্র সুরক্ষা ফোরাম কমিটি গঠন ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) পৌরসভার সভাকক্ষে গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমানকে সভাপতি করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পৌর এলাকার বিভিন্ন পেশাজীবিদের রাখা হয়েছে।
নগর দরিদ্র সুরক্ষা কমিটি গাইবান্ধা পৌরসভার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিছু সংখ্যক নারী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদেরকে আয় সৃষ্টিকারি কর্মকান্ডে নিযুক্ত করবে। এছাড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সরকারের দেওয়া বিশেষ ভাতা কার্যক্রম অন্তর্ভূক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শহরের স্থানীয় জনসাধারণকে দায়িত্ব সচেতন করে তোলার পাশাপাশি তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
গাইবান্ধা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম এর সঞ্চালনায় ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রামের রিজওনাল কোঅর্ডিনেটর অপূর্ব সাহা প্রজেক্টরের মাধ্যমে নগর দরিদ্র সুরক্ষা কমিটি গঠন এবং এই কমিটি’র উদ্দেশ্য তুলে ধরেন।
আলোচনা সভায় মতলুবর রহমান বলেন,“ ব্র্যাক দীর্ঘদিন হলো গাইবান্ধা পৌরসভায় কাজ করে যাচ্ছে। আমি যখন কাউন্সিলর ছিলাম তখন আমার এলাকায় ব্র্যাকের সহায়তায় প্রচুর কাজ করেছি। ব্র্যাক বরাবরই দরিদ্র মানুষদের প্রাধান্য দিয়ে তাদের সমস্যা চিহ্নিত করে কাজ করে। নগর দরিদ্র সুরক্ষা কমিটি শহরের দরিদ্র মানুষদের কল্যাণে কাজ করবে। আমি আশা করব কমিটির সম্মানিত সদস্যবৃন্দ শহরের দরিদ্র মানুষদের উপকারে আসবে এমন কাজে ভূমিকা পালন করবেন।”
ব্র্যাক ইউডিপি’র উদ্দেশ্যে মেয়র বলেন,“ পৌর এলাকার কিছু এলাকা রয়েছে যেখানে স্যানিটেশন ব্যবস্থা ভালো নয়। আমরা অবকাঠামোগত যেমন ড্রেন-রাস্তার কাজ করবো কিন্তু দরিদ্র জনগোষ্ঠীতে ল্যাট্রিনের বিষয়ে সেভাবে কাজ করা হয়ে উঠে না। এই জায়গাগুলো চিহ্নিত করে আপনাদের আমি কাজ করার অনুরোধ জানাচ্ছি।”
আলোচনায় অংশ নিয়ে শহরের বিশিষ্ট নাগরিক অধ্যক্ষ জহুরুল কাইয়ুম বলেন,“ এই শহরের পার্কে, বাস টার্মিনালে কিছু লোক ঘুরে বেড়ায়, তাদের আবাসনের ব্যবস্থা নেই। তাদের তাড়িয়ে দিলে সমস্যার সমাধান হবে না। এই সমস্ত লোকদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেই বিষয়টি এখানে অন্তর্ভূক্ত করা যায় কিনা ভেবে দেখবেন।”
নগর দরিদ্র সুরক্ষা কমিটি গঠন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ও কাউন্সিলর শহীদ আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, সমাজ সেবক জাহাঙ্গীর কবীর তনু, সুজন প্রসাদ, রাকিব হাসান সীমান্ত, রাসেল রহমান, মোর্শেদ হাসান, ব্র্যাক ইউডিপি’র ফিল্ড কো-অর্ডিনেটর নিশিত কুমার বিশ্বাস, অবকাঠামো উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, মনিটরিং এন্ড ইভালুয়েশন কর্মকর্তা আব্দুল্লাহ আল তারিক, ট্রেইনার সালমা আজাদ প্রমূখ।