গাইবান্ধা পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী গোলজার হোসেনের মৃত্যুতে পৌর মেয়র মতলুবর রহমান গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন,“ গোলজার হোসেন অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি অত্যন্ত সৎ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
আজ (সোমবার) আনুমানিক বেলা ১.৩০ ঘটিকায় অসুস্থ্যতাজনিত কারণে গোলজার হোসেন তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....................রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। গোলজার হোসেনের মৃত্যুতে গাইবান্ধা পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারিরাও গভীর শোক প্রকাশ করেছেন। গোলজার হোসেন ১৯৯০ সালের ১৬ মে গাইবান্ধা পৌরসভায় যোগদান করেন। তিনি দীর্ঘ কর্মজীবন শেষে গত বছরের সেপ্টেম্বর মাসে অবসরত্তোর ছুটিতে যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন। তার মৃত্যুতে মঙ্গলবার গাইবান্ধা পৌরসভা কার্যালয় বেলা ১টা থেকে অর্ধদিবস ছুটি থাকবে।