News Details | Gaibandha Pourosova
গাইবান্ধা পৌরসভাকে পরিচ্ছন্ন শহর গড়ে তোলার ঘোষণা দিলেন পৌর মেয়র
প্রকাশের সময়: 04 Apr, 2024

আন্তর্জাতিক শুন্য বর্জ্য দিবসে গাইবান্ধা পৌরসভাকে পরিস্কার-পরিচ্ছন্ন শহর গড়ার ঘোষণা দিয়েছেন মেয়র মোঃ মতলুবর রহমান। “গাইবান্ধা পৌরবাসী সচেতন পরিচ্ছন্ন নগর জীবন” এই ¯েøাগানকে সামনে রেখে পৌর মেয়র আগামী এক বছরের মধ্যে গাইবান্ধা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করে পৌরবাসীকে পরিস্কার পরিচ্ছন্ন শহর উপহার দিতে চান। গাইবান্ধা পৌরসভার আয়োজনে এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্টের সহযোগিতায় বুধবার (৩ এপ্রিল) আন্তর্জাতিক শুন্য বর্জ্য দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভায় এ প্রতিশ্রæতি দিয়েছেন মেয়র মতলুবর রহমান। 


গাইবান্ধা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে আন্তর্জাতিক শুন্য বর্জ্য দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্টের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাসুদ আহমদ। 


প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন,“ গাইবান্ধা পৌরসভাকে আমরা একটা পরিচ্ছন্ন নগর হিসেবে সাজাতে চাই। এ কাজটি পৌরসভার একার পক্ষে সম্ভব নয়। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আপনাদেরও চিন্তা করতে হবে এই শহর আপনার আমার সবার। ভবিষ্যত প্রজন্মের জন্য স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলতে হলে পরিচ্ছন্ন নগরের বিকল্প নেই। স্কুল, কলেজ ও পরিবার থেকে পরিস্কার পরিচ্ছন্নের বিষয়ে শিক্ষা দিতে হবে। আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের কথা বলতে পারি। সেখানে কিন্তু মেয়র একা পরিস্কার পরিচ্ছন্ন নগর গড়ে তোলেননি। সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী পরিচ্ছন্ন নগর হিসেবে বাংলাদেশ ছাপিয়ে দেশের বাইরে সুনাম কুড়াচ্ছে। স্বদিচ্ছা থাকলে ১০১ বছরের পুরনো গাইবান্ধা পৌরসভাকেও আমরা পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে পারি।” 


বক্তব্যের শেষে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে গাইবান্ধা পৌরসভার এক বছরের কর্মপরিকল্পনা ঘোষণা করেন পৌর মেয়র। 


কর্মপরিকল্পনার কথা বলতে গিয়ে মতলুবর রহমান বলেন,“ আমরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার উপর মাস্টাপ্ল্যানভিত্তিক একটি বর্জ্য ব্যবস্থাপনা পলিসি ও এ্যাকশন প্ল্যান গ্রহণ করেছি। আপনার সবাই জানেন, ৭নং ওয়ার্ডে ডাম্পিং স্টেশন ময়লা আবর্জনায় ভরে গিয়েছে। সেখানে ময়লা ফেলার মতো  অবস্থা আর নেই। আমার প্ল্যান করেছি পৌরসভার বাইরে ডাম্পিং স্টেশন করার জন্য। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বর্জ্য সংরক্ষণ ও পৃথকীকরণ, স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে উঠান বৈঠক, ওয়ার্ড কমিটি, শহর সমন্বয় কমিটি (টিএলসিসি), বাজার ও দোকান মালিক এবং হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে পরিচ্ছন্ন কার্যক্রম নিয়ে আলোচনার ব্যবস্থা রেখেছি।”


গাইবান্ধা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশন এর আশরাফুল আলম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বিপ্লব, সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার মাহমুদুল হক শাহাজাদা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাকা,পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ মিয়া, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশাররফ হোসেন, ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী অপূর্ব সাহা, ব্র্যাক ইউডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল তারিক প্রমুখ।